Site icon Jamuna Television

স্বাধীন মত প্রকাশ করায় বুয়েট শিক্ষার্থী আবরারকে হত্যা করা হয়েছে: ড. কামাল

স্বাধীন মত প্রকাশ করায় বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। তিনি বলেন, আবরার অপরাজনীতির শিকার।

আজ বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ড. কামাল আবরার হত্যাকাণ্ডে বিচারবিভাগীয় তদন্ত দাবি করেন। তিনি বলেন, এমন ন্যাক্কারজনক হত্যাকাণ্ডের দ্রুত বিচার বাস্তবায়ন করতে হবে। ছাত্ররাজনীতিরর নামে প্রকৃতপক্ষে সংঘবদ্ধ অপরাধ করছে ছাত্ররা।

ড. কামাল জানান, মত প্রকাশের জন্য হত্যা গণতন্ত্রের ষোলোআনা পরিপন্থী। এমন ঘটনায় দেশের মানুষ উদ্বিগ্ন বলেও মন্তব্য করেন ড. কামাল। তিনি বলেন, এ ধরনের সন্ত্রাস বন্ধ হতে হবে।

Exit mobile version