Site icon Jamuna Television

আগামীকাল দুপুর ২টার মধ্যে দাবি না মানলে বুয়েটের সব ভবনে তালা দেয়ার ঘোষণা

আগামীকাল দুপুর ২টার মধ্যে বুয়েট উপাচার্য এসে শিক্ষার্থীদের ১০ দফা দাবি মেনে নেয়ার ঘোষণা না দিলে বুয়েটের সব ভবনে তালা লাগিয়ে দেয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।

আবরার হত্যাকাণ্ডে ১০ দফা দাবিতে সকাল থেকেই বুয়েট ক্যাম্পাসে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।

এসময় তারা বলেন, আবরার হত্যার ৩০ ঘন্টার মধ্যে উপাচার্য কেন আসলেন না সে বিষয়ে জবাবদিহি করতে হবে। এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে যেসব ব্যবস্থা নেয়ার কথা তার কিছুই নেয়া হয়নি বলে ক্ষোভ জানান শিক্ষার্থীরা।

তারা বলেন, এখন পর্যন্ত অভিযুক্তদের বহিস্কার না করে আপাতদৃষ্টিতে তাদের পক্ষেই অবস্থান নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

Exit mobile version