Site icon Jamuna Television

নৌপ্রধানের সাথে ভারত-রাশিয়ার সশস্ত্র বাহিনীর ৩২ সদস্যের সাক্ষাৎ

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ভারত ও রাশিয়ার সশস্ত্র বাহিনীর ৩২ জন সদস্য নৌবাহিনীর প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

রোববার সকালে নৌবাহিনী সদর দপ্তরে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় নৌবাহিনী প্রধান স্বাধীনতা অর্জনে ভারত ও রাশিয়ার ভূমিকা স্মরণ করেন।১৯৭১ সাথে অপারেশন জ্যাকপট’র সফলতার পেছনে ভারতের ভূমিকার জন্য ধন্যবাদ জানান, তিনি। এছাড়াও বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের গেরিলা যুদ্ধের জন্য প্রশিক্ষন ও অস্ত্র সরবরাহের জন্য ভারত সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। নৌ প্রধান বলেন অতীতের মত ভারত ও রাশিয়ার সাথে বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকবে। এসময় তাদের সন্মাননা স্মারক তুলে দেন নৌবাহিনী প্রধান।

Exit mobile version