Site icon Jamuna Television

আবরার হত্যার প্রতিবাদে ছাত্রলীগের শোক র‍্যালি

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে হত্যার প্রতিবাদে শোক র‍্যালি করেছে বাংলাদেশ ছাত্রলীগ।

আজ বৃহস্পতিবার দুপুরে শোক র‍্যালিটি মধুর ক্যান্টিন থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার প্রদক্ষিণ করে মধুর ক্যান্টিনে এসে শেষ হয়। র‍্যালিতে ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি, সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীরা অংশ নেয়। এসময় তারা সুষ্ঠু তদন্ত করে আবরার হত্যার দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, ব্যক্তির দায় সংগঠনের উপর পড়বেনা। বাংলাদেশ ছাত্রলীগে অপরাধীর কোন জায়গা হবেনা।

Exit mobile version