Site icon Jamuna Television

সব আদালত ভবন সিসি ক্যামেরার আওতায় আনা হবে: আইনমন্ত্রী

নোয়াখালী প্রতিনিধি
সকল আদালত ভবন সিসি ক্যামেরার আওতায় আনা হবে। আবরার হত্যার সাথে যারাই জড়িত থাকুক তারা যে সংগঠনের হোক না কেন তাদের অবশ্যই বিচারের আওতায় আনা হবে। সকালে নোয়াখালীতে নবনির্মিত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আনিসুল হক।

মন্ত্রী বলেন, আমাদের প্রধানমন্ত্রী ন্যায় বিচার প্রতিষ্ঠায় সব সময় আন্তরিক। তারই ধারাবাহিকতা আমরা সারা বাংলাদেশে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবনের উদ্যোগ নেয় সরকার। এর ফলে এ অঞ্চলের মানুষের মামলাগুলো আরো দ্রুত নিস্পত্তি হবে।

অনুষ্ঠানে নোয়াখালী জেলা ও দায়রা জজ সালেহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী -৩ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী,নোয়াখালী -৬ আসনের সংসদ সদস্য আয়েশা ফেরদৌস।

Exit mobile version