Site icon Jamuna Television

দাবি মেনে না নিলে বুয়েটের সব ভবনে তালা

আগামীকাল দুপুর ২টার মধ্যে বুয়েট উপাচার্য ক্যাম্পাসে এসে শিক্ষার্থীদের ১০ দফা দাবি মেনে নেয়ার ঘোষণা না দিলে বুয়েটের সব ভবনে তালা লাগিয়ে দেয়ার ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা।

সকাল থেকেই বুয়েট ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। মিছিলটি বুয়েট ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে।

মিছিল শেষে আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, আবরার হত্যার ৩৬ ঘণ্টার মধ্যে উপাচার্য কেন আসলেন না সে বিষয়ে জবাবদিহী করতে হবে। অভিযুক্তদের বহিষ্কার এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে যেসব ব্যবস্থা নেয়ার কথা তার কিছুই নেয়া হয়নি বলেও ক্ষোভ জানান শিক্ষার্থীরা।

Exit mobile version