Site icon Jamuna Television

চাঁদপুরে ডেঙ্গুতে শিশুর মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আব্দুল্লাহ (১৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যুবরণ করে।
চাঁদপুর শহরের জামতলা রোড এলাকার আমিন গাজী ছেলে আব্দুল্লাহ। সে শহরের একটি ডায়াগনস্টিক সেন্টারে কাজ করতো।

স্বজনরা জানায়, কয়েক দিন আগে আব্দুল্লাহ জ্বরে আক্রান্ত হয়। গত মঙ্গলবার তাকে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থান অবনতি হলে বুধবার দুপুরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে আব্দুল্লাহ মৃত্যুবরণ করে।

Exit mobile version