Site icon Jamuna Television

টর্চার সেল বিতর্ক: সব হলে সিসি ক্যামেরা বসাচ্ছে চবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্রদের আবাসিক হলগুলোকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে অনুষ্ঠিত প্রভোস্ট কমিটির সঙ্গে এক মত বিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এই সিদ্ধান্ত এমন সময় নেয়া হলো যখন বুয়েটে টর্চার সেলে নিয়ে আবরার নামে এক শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

সিসিটিভি ক্যামেরা নিয়ে উপাচার্য (রুটিন দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ড. শিরীণ আখতার বলেন, সিসি ক্যামরা লাগানোর পাশাপাশি আবাসিক শিক্ষকরা শিক্ষার্থীদের নিয়মিত তদারকি করবেন। এমন নির্দেশনা দেয়া হয়েছে।

সভায় আরো সিদ্ধান্ত নেয়া হয় যে, আবাসিক হলগুলোর প্রভোস্ট ও আবাসিক শিক্ষকরা আরো বেশি দায়িত্বশীল হবে। হলগুলোতে সময় দেওয়া এবং শিক্ষার্থীদের সার্বক্ষণিক খোঁজখবর
নেয়ার কথাও বলা হয়েছে সভায়।

এসব তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কমিটির আহবায়ক ও মাস্টার দ্য সূর্যসেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. খালেদ মিসবাহুজ্জামান এবং এএফ রহমান হলের প্রভোস্ট অধ্যাপক এসএম মনিরুল হাসান।

সিসিটিভি ক্যামেরা স্থাপনের দায়িত্বটি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসকে দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তারা।

Exit mobile version