Site icon Jamuna Television

আবরার হত্যায় অভিযুক্তদের পক্ষ নেয়ায় জাতীয়তাবাদী আইনজীবী বহিষ্কার

বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডে জড়িতদের পক্ষে কোর্টে লড়াই করার দায়ে এবার জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে বহিষ্কৃত হলেন ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাডভোকেট মোর্শেদা খাতুন শিল্পী।

গত মঙ্গলবার (৮ অক্টোবর ২০১৯) বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষতির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারাদেশ জানানো হয়।

বহিষ্কারাদেশে বলা হয়,‘সংগঠন বিরোধী তৎপরতার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য এ্যাডভোকেট মোর্শেদা খাতুন শিল্পীকে সংগঠনের সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এখন থেকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক কার্যক্রমের সাথে এ্যাডভোকেট মোর্শেদা খাতুন শিল্পীর কোন সম্পর্ক থাকবেনা।’

Exit mobile version