Site icon Jamuna Television

২য় দিনের মতো ভিসির বৈঠক প্রস্তাব, আলটিমেটামে অনড় শিক্ষার্থীরা

আল্টিমেটামের মুখে আজ আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে বসার ঘোষণা দিয়েছেন বুয়েট উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলাম।

বিকাল ৫টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন উপাচার্যের ব্যক্তিগত সচিব কামরুল হাসান। তবে এ ব্যাপারে শিক্ষার্থীদের অবস্থান জানা যায়নি।

এর আগে বৃহস্পতিবার অবস্থান কর্মসূচি থেকে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলার জন্য আজ বেলা ২টা পর্যন্ত সময় বেঁধে দেন শিক্ষার্থীরা। এই সময়ের মধ্যে উপাচার্য এসে দেখা না করলে বুয়েটের সব ভবনে তালা মেরে দেওয়ার হুমকি দেন শিক্ষার্থীরা।

আবরার ফাহাদ হত্যার পর ক্যাম্পাসে না যাওয়ায় সমালোচনার মুখে পড়েন উপাচার্য। সবশেষ গত মঙ্গলবার সন্ধ্যায় আন্দোলনকারীদের সামনে এসে তোপের মুখে পড়েন তিনি। ওই দিন তাকে প্রায় সাড়ে চার ঘণ্টা তালাবদ্ধ করে অবরুদ্ধ রেখেছিলেন শিক্ষার্থীরা।

Exit mobile version