Site icon Jamuna Television

বিয়ের ৩ মাসের মাথায় হিন্দু দম্পতির লাশ উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীর ভালুকা পূর্বশা গ্রামে এক দম্পতির আত্মহত্যার ঘটনা ঘটেছে। আজ সকাল সাড়ে ৮টার দিকে স্বামী স্ত্রীর লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন দিপুন রায় (২৯) এবং তার স্ত্রী সোহাগী রায় (২৫)। দিপুন রায়ের বাড়ি ঝিনাইদহর শৈলকূপায় এবং সোহাগী রায় ভালুকা পূর্বশা গ্রামের ভরত মন্ডলের মেয়ে। দিপুন রায় ঘরজামাই থাকতেন বলে জানা গেছে।

পরিবারের সদস্যরা জানান, গত তিনমাসের আগে এই দম্পত্তির বিয়ে হয়। বিয়ের পর দিপুন রায় শশুরবাড়িতেই থাকতেন। প্রতিদিনের ন্যায় গতকালও তারা রাতের খাবার খেয়ে ঘুমাতে যান। সকালে ৮টা পর্যন্ত ঘরের দরজা না খোলায় পরিবারের লোকজন ডাকাডাকি করেন, কিন্তু তারা কোন সাড়া দিচ্ছিলেন না। পরে পরিবারের লোকজন পুলিশকে জানালে পুলিশ এসে ঘরের দরজা ভেঙ্গে স্বামীকে গলায় ফাঁস নিয়ে ঝুলন্ত অবস্থায় এবং স্ত্রীকে খাটের উপর থেকে উদ্ধার করে।

স্থানীয় পুলিশ জানান, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেছি। বিষয়টি উদ্ধর্তন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত জানান, ঘটনাস্থলে কুমারখালী থানার ওসি এবং অতিরিক্ত পুলিশ গিয়েছে। আমরা জানার চেষ্টা করছি হত্যা না আত্মহত্যা।

Exit mobile version