Site icon Jamuna Television

বিকেল ৫ টায় ভিসির সাথে বুয়েট শিক্ষার্থীদের বৈঠক

ভিসি’র পদত্যাগসহ ১০ দফা দাবি মানতে বুয়েট শিক্ষার্থীদের আলটিমেটাম শেষ হচ্ছে আজ। এ অবস্থায় বিকেলে আন্দোলনকারীদের সাথে বসার ঘোষণা দিয়েছেন উপাচার্য ড. সাইফুল ইসলাম। বিকেল পাঁচটায় বুয়েট অডিটোরিয়ামে হবে এ বৈঠক।

শিক্ষার্থীরা জানিয়েছে, গণমাধ্যমের উপস্থিতিতে কেবল বুয়েটের বর্তমান শিক্ষার্থীরা অংশ নেবেন এতে। আবরার হত্যার প্রতিবাদে আজ ছুটির দিনেও বুয়েট ক্যাম্পাসে জড়ো হয়েছেন বিক্ষোভকারীরা। বুয়েট থেকে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা, আবরার ফাহাদের খুনিদের সর্বোচ্চ শাস্তি ও স্থায়ী বহিষ্কারের দাবিতে স্লোগান দিচ্ছেন তারা।

এদিকে, আবরার হত্যা মামলার এজাহারভুক্ত আসামী মাজেদুল ইসলামকে সিলেট থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

Exit mobile version