Site icon Jamuna Television

ভারত গেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল

কাতারের বিপক্ষে মন জয় করা এক ম্যাচ খেলার পরদিন সকালেই বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে ভারত গেল বাংলাদেশ ফুটবল দল। মঙ্গলবার গ্রুপ ই এর লড়াইয়ে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

মাঠের লড়াইয়ে কাতারের বিপক্ষে হেরেছে বাংলাদেশ। কিন্তু এশিয়ান চ্যাম্পিয়নদের বিপক্ষে জামাল ভুইয়াদের পারফরম্যান্স মন জয় করেছে সমর্থকদের। কিন্তু ম্যাচ শেষ হবার ২৪ ঘণ্টা না পেরোতেই নতুন মিশনে বাংলাদেশ দলের সমানে। ভারতের বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের তৃতীয় ম্যাচের অংশ নিতে সকালে ঢাকা ছাড়ে দল। সকাল সাড়ে ১০টার বিমানে বাংলাদেশ দলের ঢাকা ছাড়ার কথা থাকলেও এক ঘণ্টা দেরিতে সাড়ে ১১টায় ছাড়ে বাংলাদেশ দলের বহনকারি বিমান। কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় মুখোমুখি হবে ভারত-বাংলাদেশ। ভারতের বিপক্ষে জিততে স্ট্রাইকারদের কাছ থেকে গোল চান কোচ জেমি ডে।

Exit mobile version