Site icon Jamuna Television

১৬ অক্টোবর ঢাকায় আসছেন ফিফা সভাপতি

দুই দিনের সফরে আগামী ১৬ অক্টোবর ঢাকায় আসছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। বুধবার সন্ধায় ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে তার।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আমন্ত্রণে প্রথমবারের মতো ঢাকায় আসছেন ফিফার নবম সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। বৃহস্পতিবার বাফুফে ভবন পরিদর্শনসহ গণমাধ্যম কর্মীদের সঙ্গে একটি সেশন কাটাবেন ফিফা সভাপতি। এরপর সন্ধ্যায় বাংলাদেশ ছেড়ে যাবেন তিনি।

এশিয়া সফরে থাকা ইনফান্তিনো বাংলাদেশে আসার আগে যাবেন মঙ্গোলিয়ায়। সেখান থেকে চীন যাওয়ার আগে দুই দিনের সফরে বাংলাদেশে আসবেন তিনি। এরআগে বাংলাদেশ সফর করেছিলেন ফিফার সাবেক সভাপতি সেফ ব্লাটার।

Exit mobile version