Site icon Jamuna Television

সাম্প্রতিক ঘটনা প্রমাণ করে দেশে কোন সরকারের শাসন নেই: মওদুদ আহমদ

সাম্প্রতিক ঘটনা প্রমাণ করে দেশে কোন সরকারের শাসন নেই বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

সকালে জাতীয় প্রেসক্লাবে আবরার হত্যার প্রতিবাদে বাংলাদেশ পেশাজীবী পরিষদের আয়োজিত এক মানববন্ধনে তিনি এমনটি বলেন।

তিনি বলেন, দেশে কোন সুষ্ঠু শাসন ব্যবস্থা নেই। পাশাপাশি মিডিয়া ও আইনের কোনো স্বাধীনতা নেই বলেও অভিযোগ করেন মওদুদ আহমদ। দেশের এমন পরিস্থিতি থেকে উত্তরণের জন্য বেগম খালেদা জিয়ার মুক্তি অপরিহার্য বলেও মন্তব্য করেন তিনি।

Exit mobile version