Site icon Jamuna Television

ঝালকাঠিতে অবৈধ কারেন্ট জাল উদ্ধার, দুইজনের কারাদণ্ড

ঝালকাঠিতে শহরের লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে আট হাজার মিটার কারেন্ট জালসহ দুই ব্যক্তিকে আটক করেছে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। পরে ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে আটক দুই জনকে এক বছর করে কারাদণ্ড দেয়া হয়।

শুক্রবার গভীর রাতে ডিবির অফিসার ইনচার্জ ইকবাল বাহার খানের নেতৃত্বে অভিযান চালিয়ে নিষিদ্ধ আট হাজার মিটার কারেন্ট জালসহ মৌসুমী জেলে কাঞ্চন মোল্লাহ ও তার জামাতা সুমন হাওলাদারকে আটক করা হয়।

জব্দকৃত জালগুলো লঞ্চঘাট এলাকায় প্রকাশ্যে পুড়িয়ে ফেলা হয়।

জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এনডিসি মো. বশির গাজী জানান, গোয়েন্দা পুলিশের অভিযানে আটক দুই ব্যাক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধ কারেন্ট জাল রাখার অপরাধে এক বছর করে সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

Exit mobile version