Site icon Jamuna Television

বাবার পর সাপের কামড়ে মারা গেলো ছেলে ও বউমা

নওগাঁর মহাদেবপুরের রামচরনপুর গ্রামে সাপের কামড়ে এক দম্পতির মৃত্যু হয়েছে। ভোরে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তারা।

স্থানীয়রা জানান, রাতে ঘুমাতে যাওয়ার সময় সাপের কামড় দেয়ার বিষয়টি বুঝতে পারেন বেলাল হোসেন ও মৌসুমী আক্তার দম্পতি। দু’জনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেলে ভর্তি করে স্থানীয়রা। মাসখানেক আগে সাপের কামড়ে বেলালের বাবা সিরাজউদ্দিনেরও মৃত্যু হয়। নিহত বেলাল হোসেন পেশায় কাপড় ব্যবসায়ী।

Exit mobile version