Site icon Jamuna Television

বুয়েট অডিটোরিয়ামে ঢুকছে শিক্ষার্থীরা, চেক করা হচ্ছে আইডি

বুয়েটের আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে ভিসি’র বৈঠক বিকাল পাঁচটায়। আইডি কার্ড চেক করে অডিটোরিয়ামে ঢুকানো হচ্ছে শিক্ষার্থীদের।

দুপুরের পর থেকেই বৈঠকে অংশগ্রহণ করার জন্য অডিটোরিয়ামে আসতে শুরু করা হয়। বিশাল লাইন দিয়ে শিক্ষার্থীদের প্রবেশ করতে দেখা গেছে।

বিকেল পাঁচটায় বুয়েট অডিটোরিয়ামে হবে এই বৈঠক। শিক্ষার্থীরা জানিয়েছে, গণমাধ্যমের উপস্থিতিতে কেবল বুয়েটের বর্তমান শিক্ষার্থীরা অংশ নিতে পারবে।

এদিকে, আবরার হত্যার প্রতিবাদে আজ ছুটির দিনেও বুয়েট ক্যাম্পাসে জড়ো হয়েছেন বিক্ষোভকারীরা। বুয়েট থেকে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা, আবরার ফাহাদের খুনিদের সর্বোচ্চ শাস্তি ও স্থায়ী বহিস্কারের দাবিতে অটল তারা। সকাল থেকেই মিছিল পথনাটকসহ নানা কর্মসূচি পালন করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

Exit mobile version