
রাজশাহীতে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে গোলাগুলিতে দুইজন আহত হয়েছে। শুক্রবার সাড়ে ১১ টার দিকে নগরীর পদ্মা নদী তীরবর্তী ফুলতলা এলাকায় বালুর ব্যবসাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।
মতিহার থানা (পশ্চিম) আওয়ামী লীগের বহিষ্কৃত সভাপতি আব্দুস সাত্তারের বাহিনী ও ২৮ নম্বর ওয়ার্ড (পশ্চিম) স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক জুবায়ের হাসান জনি বাহিনীর মধ্যে এ সংর্ঘষ হয়।
এতে জনি গুলিবিদ্ধ এবং যুবলীগের সদস্য সুজন জখম হয়। আহতরা রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ২০১০ সালে বালুর ব্যবসা করার জন্য দুপক্ষ সম্মিলিতভাকে ড্রেজার কিনেছিলো। পরে তাদের মধ্যে দ্বন্দ্ব হলে আব্দুস সাত্তারের দখলে থাকা ড্রেজার নিয়ে সংকট তৈরি হয়। সকালে জুবায়ের হাসান জনি তার বাহীনি নিয়ে ড্রেজারের দখল নিতে গেলে দুপক্ষের সংর্ঘষ বাাঁধে। একপর্যায়ে গোলাগুলিতে জনির ডান পায়ে গুলি লাগে। চাপাতির আঘাতে জখম হয় সুজন।
পুলিশ বলছে, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।



Leave a reply