Site icon Jamuna Television

সন্তুষ্ট নন বুয়েট শিক্ষার্থীরা, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

বুয়েটে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করাসহ আন্দোলনকারীদের বেশিরভাগ দাবি মেনে নেয়ার ঘোষণা দিলেও আবরার হত্যার প্রতিবাদে মাঠে নামা শিক্ষার্থীরা তাতে সন্তুষ্ট নন। ভিসির সাথে বৈঠক শেষে নতুন করে তারা হলে ফিরে যাননি। ক্যাম্পাসে অবস্থান নিয়ে বিক্ষোভ অব্যাহত রেখেছেন।

তাদের দাবি, অভিযুক্তদেরকে স্থায়ী বহিষ্কার করে আসন্ন ১৪ অক্টোবরের ভর্তি পরীক্ষা স্থগিত না করলে তারা আন্দোলন চালিয়ে যাবেন।

একাধিক শিক্ষার্থী বলেছেন, ‘আসামীদের সাময়িক বহিষ্কার করেছেন ভিসি। তিনি বলছেন স্থায়ী বহিস্কারের জন্য তদন্ত কমিটির সিদ্ধান্ত প্রয়োজন। কিন্তু স্থায়ী বহিষ্কার না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো।’

এর আগে আজ বিকালে বিশ্ববিদ্যালয়টিতে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করে ভিসি অধ্যাপক সাইফুল ইসলাম। একইসাথে আবরার হত্যার ঘটনায় এজাহারভুক্ত ১৯ শিক্ষার্থীকে বুয়েট থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। অন্যান্য দাবিও মেনে নেয়ার ঘোষণা দেয়া হয়েছে।

শিক্ষার্থীদের ১০ দফা দাবি মানার জন্য শুক্রবার দুপুর ২টা পর্যন্ত সময়সীমা দিয়েছিলেন শিক্ষার্থীরা। পরে বিকালে ছাত্রদের সঙ্গে বৈঠকে বসেন ভিসি।

গত ৭ অক্টোবর রাতে একটি ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে আবরার ফাহাদকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করে বুয়েট শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় আবরারের বাবার দায়ের করা মামলায় ১৯ জনকে আসামি করা হয়েছে। এই মামলায় ইতিমধ্যে ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রিমান্ডে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদও করছে আইনশৃঙ্খলা বাহিনী। দুজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

Exit mobile version