Site icon Jamuna Television

হাওরের পরিবেশ নষ্ট করার পাঁয়তারা করছে একটি চক্র: রাষ্ট্রপতি

‘হাওরের জমিজমা কিনে পরিবেশ নষ্ট করার পাঁয়তারা করছে একটি চক্র, কোনভাবেই তা হতে দেয়া হবে না’

কিশোরগঞ্জের মিঠামইনে এক সুধী সমাবেশে এ কথা বলেছেনরাষ্ট্রপতি আবদুল হামিদ।

রাষ্ট্রপতি বলেন, বিগত বছরগুলোতে প্রত্যাশার বাইরে অবিশ্বাস্য উন্নয়ন হয়েছে হাওরে। হাওরের মতো প্রত্যন্ত এলাকায় ডুবো-সড়ক, সারা বছর চলাচল উপযোগী সড়ক, ঘরে ঘরে বিদ্যুতের কথা হাওরবাসী এক সময় ভাবতেও পারত না। কিন্তু আজ এ সবই বাস্তবে পরিণত হয়েছে।

তিনি আরও বলেন, বিগত বছরগুলোতে হাওর অঞ্চলগুলোতে নানা উন্নয়নমূলক কাজ করেছে সরকার। কোন চক্র যেনো হাওরের জমি কিনে পরিবেশ নষ্ট করতে না পারে, সেদিকে প্রশাসনকে নজর রাখার আহ্বান জানান তিনি।

পরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও দু:স্থ নারীদের মাঝে সেলাই মেশিন তুলে দেন রাষ্ট্রপতি।

Exit mobile version