Site icon Jamuna Television

কক্সবাজারে বন্দুকযুদ্ধে দুই মাদক ব্যবসায়ী নিহত

কক্সবাজারের টেকনাফে কথিত বন্দুকযুদ্ধে রোহিঙ্গাসহ দুই মাদক ব্যবসায়ী নিহতের দাবি করেছে পুলিশ।

আজ শনিবার ভোরে উপজেলার মালিরমার ছড়া পাহাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, আটক রোহিঙ্গা আবদুর রহমান ও আহাম্মদ হোসেনকে নিয়ে ইয়াবা ও অস্ত্র উদ্ধারে যায় তাদের একটি দল। এসময় উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে ইয়াবা ব্যবসায়ীরা। পুলিশও পাল্টা গুলি ছুড়লে পালিয়ে যায় তারা।

ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ রহমান ও আহাম্মদকে উদ্ধার করে ভর্তি করা হয় টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। পরে উন্নত চিকিৎসার জন্য সদর হাসপাতালে নেয়ার পর, দু’জনের মৃত্যু হয়।

নিহতরা হলো, নয়া পাড়া মোচনী রোহিঙ্গা শরণার্থী শিবিরের বাসিন্দা আব্দুর রহমান ও হাতিয়ার আহাম্মদ হোসেন।

পুলিশের দাবি, নিহতরা তালিকাভুক্ত শীর্ষ ইয়াবা ব্যবসায়ী। ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও ইয়াবা উদ্ধার করা হয়েছে।

Exit mobile version