Site icon Jamuna Television

বগি লাইনচ্যুত হয়ে কিশোরগঞ্জ-ময়মনসিংহে রেল যোগাযোগ বিচ্ছিন্ন

কিশোরগঞ্জে সারবোঝাই একটি ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে ময়মনসিংহের সাথে কিশোরগঞ্জের সাথে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

শনিবার সকাল সাড়ে ৮টার দিকে কিশোরগঞ্জের নীলগঞ্জ রেলস্টেশন এলাকায় এঘটনা ঘটে।

কিশোরগঞ্জ রেলওয়ে থানার ওসি আবদুর রহমান বিশ্বাস জানান, সকাল সাড়ে ৮টার দিকে কিশোরগঞ্জের নীলগঞ্জ রেলস্টেশন এলাকায় ওই বগি লাইনচ্যুত হয়।

ওসি আরও জানায়, ইতোমধ্যেই উদ্ধারকারী ট্রেনের জন্য আখাউড়ায় খবর দেয়া হয়েছে। উদ্ধারকারী ট্রেন এসে মেরামতের কাজ করলেই রেল যোগাযোগ স্বাভাবিক হবে বলে জানান ওসি।

Exit mobile version