Site icon Jamuna Television

আবরার হত্যা মামলায় চলমান তদন্ত শেষে দোষীদের স্থায়ী বহিষ্কার

এবার বিজ্ঞপ্তি প্রকাশ করে আবরার হত্যা মামলায় এজহারভুক্ত ১৯ জনকে সাময়িক বহিষ্কার করলো বুয়েট প্রশাসন। এরআগে গতকাল বুয়েট অডিটোরিয়ামে শিক্ষার্থীদের সাথে এক বৈঠকে এ সিদ্ধান্ত জানানো হলেও শিক্ষার্থীদের দাবি মোতাবেক আজ বিজ্ঞপ্তি প্রকাশ করে তাদের বহিষ্কারের সিদ্ধান্ত জানালো প্রশাসন।

একইসাথে আদালতের রায়ে এই মামলায় অন্যকেউ সাজাপ্রাপ্ত হলে তাকেও বহিষ্কার করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আজ শনিবারn বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. সাইদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ০৬/১০/২০১৯ তারিখ দিবাগত রাতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হলের ১০১১ কক্ষের আবাসিক ছাত্র আবরার ফাহাদ-এর অনাকাঙ্খিত ও দুঃখজনক হত্যা ঘটনার মামলায় এজহারভুক্ত ১৯ জনকে এই বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হইল। এই আদেশ অবিলম্বে কার্যকর হইবে।
চলমান তদন্ত শেষে প্রাপ্ত প্রতিবেদন-এর পর ডিসিপ্লিনারী বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক সিন্ডিকেটের অনুমোদনের মাধ্যমে দোষীদেরকে স্থায়ীভাবে বহিষ্কার করা হইবে।
এছাড়া আদালতের বিচারে এই মামলায় অন্য কেউ সাজা প্রাপ্ত হইলে তাহাকেও স্থায়ীভাবে বহিষ্কার করা হইবে।

Exit mobile version