Site icon Jamuna Television

মহিলা শ্রমিক লীগের সভাপতি সুরাইয়া, সাধারণ সম্পাদক রহিমা

মহিলা শ্রমিক লীগের নতুন কমিটি করা হয়েছে। এতে সভাপতি হিসেবে সুরাইয়া আক্তার ও সাধারণ সম্পাদক হিসেবে কাজী রহিমা আক্তার সাথী দায়িত্ব পেয়েছেন। এছাড়া, কার্যকরী সভাপতির দায়িত্ব পেয়েছেন শামসুননাহার ভূঁইয়া।

শনিবার রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে সংগঠনটির সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সারা দেশের কাউন্সিলর ও ডেলিগেটদের সর্ব-সম্মতিক্রমে এই কমিটি গঠিত হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এই কমিটিকে এক সপ্তাহের মধ্যে ৪৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ দেয়া হয়েছে।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ।

সর্বশেষ ২০০৯ সালে মহিলা শ্রমিক লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী কমিটির মেয়াদ তিন বছর হলেও এরপর আর সম্মেলন হয়নি।

Exit mobile version