Site icon Jamuna Television

কাল মাঠে নামছে আর্জেন্টিনা-ব্রাজিল

প্রীতি ম্যাচে কাল মাঠে নামছে আর্জেন্টিনা ও ব্রাজিল। ঘরের মাঠে আর্জেন্টিনার প্রতিপক্ষ প্রতিবেশী ল্যাটিন দেশ ইকুয়েডর। শেষ ৫ ম্যাচের ভেতর ২ জয়, এক হার সঙ্গী আর্জেন্টিনার। অপরদিকে দুই জয়, দুই হার, ও এক ড্র রয়েছে ইকুয়েডরের। নিজেদের মুখোমুখি ১৬ দেখায় আর্জেন্টিনার জয় ৮টিতে। অপরদিকে ইকুয়েডরের জয় ৩টি ম্যাচে। আগামীকাল বাংলাদেশ সময় রাত ৮ টায় শুরু হবে ম্যাচটি।

এদিকে, ব্রাজিল কাল আতিথ্য দেবে আফ্রিকান সুপার ঈগল নাইজেরিয়াকে। দুই দল একবারই মুখোমুখি হয়েছে, যেখানে জয় ব্রাজিলের। কব্জির ইনজুরি থেকে অ্যালিসন বেকার ফিরলেও, খেলবেন কিনা সে ব্যাপারে রয়েছে সন্দেহও। আর ফিলিপ লুইসকে পাচ্ছে না দল, লিগামেন্ট ইনজুরির কারণে। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি।

Exit mobile version