Site icon Jamuna Television

লঙ্কানদের বিপক্ষে সিরিজ জিতলো বাংলাদেশ

সাইফ হাসানের সেঞ্চুরিতে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জিতলো বাংলাদেশ। তৃতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে জয় ৯৮ রানের। প্রথমে ব্যাট করে সাইফের ১১৭ রানে, ৯ উইকেটে ৩২২ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ গড়ে বাংলাদেশ। জবাবে ২৪ ওভার ৪ বলে, ৬ উইকেটে ১৩০ রান করে লঙ্কানরা। এরপর বৃষ্টিতে আর খেলা না গড়ালে ডিএল আইনে ম্যাচ জেতে বাংলাদেশ।

প্রেমাদাসায় উদ্বোধনী জুটিতে ১২০ রান যোগ করে দুর্দান্ত শুরু এনে দেনে দুই ওপেনার মোহাম্মদ নাইম ও সাইফ হাসান। কিন্তু ফিল্ডিংয়ে বাধা দেয়ার অভিযোগে নাইমকে বিতর্কিত আউট দেন আম্পায়ার। ৬৬ রানে তার বিদায় নিয়ে হট্টগোলে কিছুক্ষণ বন্ধ থাকে খেলা। এরপর লিস্ট ‘এ’-তে ষষ্ঠ সেঞ্চুরি তুলে নেন সাইফ। ৩২৩ রানের লক্ষ্যে কামিন্দু মেন্ডিসের ৫৫ রান ছাড়া বড় স্কোর গড়তে পারেননি কোনো লঙ্কান। বল হাতে সেই সাইফ আর ইবাদত নেন দু’টি করে উইকেট।

Exit mobile version