Site icon Jamuna Television

তোমরা আমাদেরকে মৃত্যুর হাতে ছেড়ে যাচ্ছো: যুক্তরাষ্ট্রকে কুর্দি কমান্ডার

সিরিয়ায় কুর্দি বিদ্রোহীদের বিরুদ্ধে তুরস্কের সামরিক অভিযানের আগ মুহূর্তে ওই এলাকা থেকে নিজেদের সেনাদের সরিয়ে নেয়ার মার্কিন সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছেন কুর্দি কমান্ডার জেনারেল মজলুম কোবানি আবদি।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে একটি গোপন নথি থেকে তারা জানতে পেরেছে গত বৃহস্পতিবার সিরিয়ায় মার্কিন ডেপুটি স্পেশাল এনভয় উইলিয়ান রয়বাকের সাথে বৈঠকে জেনারেল কোবানি বলেন, ‘তোমরা আর আমাদের সাথে নাই। তোমরা আমাদের মৃত্যুর মুখে ফেলে যাচ্ছো।’

তিনি আরও বলেন, ‘তোমরা আমাদের জনগনকে রক্ষা করতে চাও না। আবার আমাদের রক্ষায় অন্য কাউকে আসতেও দিতে চাও না। তোমরা আমাদের বিক্রি করেছো। এটা অনৈতিক।’

জেনারেল কোবানি মার্কিনীদের উদ্দেশে বলেন, হয়তোবা তোমরা তুরস্কের হামলা বন্ধ করতে সহায়তা করো। অন্যথায় আসাদ বাহিনী ও রাশিয়ার সাথে দামেস্কে একটা সমঝোতায় যেতে এসডিএফ’কে অনুমতি দেয়া দাও যাতে রাশিয়ানদের সহায়তায় একটা নো-ফ্লাই জোন কায়েম করা, এবং এর মাধ্যমে তুরস্কের বিমান হামলা বন্ধ করা যায়।’

‘আমি জানতে চাই তোমরা আমাদের জনগনকে রক্ষা করতে পারবে কিনা? এই বোমা নিক্ষেপ বন্ধ করতে পারবে কিনা। আমাকে জানতে হবে কারণ যদি তোমরা এটা পারো না, তাহলে রাশিয়ার সাথে আর সিরিয়ান সরকারের সাথে চুক্তি করতে হবে আমাকে, এবং তাদের বিমানগুলোকে ডেকে আনতে হবে এই অঞ্চলকে রক্ষার জন্য’, বলেন কোবানি।

তুরস্ক কুর্দি বিদ্রোহী সংগঠনগুলোকে সন্ত্রাসী সংগঠন বলে মনে করে। তাই সীমান্তবর্তী এলাকায় কুর্দি সংগঠনগুলোর শক্তিবৃদ্ধিকে নিজ দেশের জন্য হুমকি মনে করে আঙ্কারা।

Exit mobile version