Site icon Jamuna Television

গাজীপুরে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের টঙ্গীর টিএনটি কলোনি এলাকায় স্বামীর পিটুনিতে সাজেদা আক্তার (২২) নামে এক গৃহবধূ নিহত হয়েছে। মাদকের টাকার নিয়ে বিরোধের জের ধরে রোববার রাত ৩টার সময় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত স্বামী মো. রুবেল (৩৫) কে আটক করে টঙ্গী পূর্ব থানা পুলিশ। নিহতের বাবা মোতালিব বাদী হয়ে থানায় মামলা করার অভিযোগ দায়ের করেন।

নিহত গৃহবধূর বাবা মোতালিব জানান, আমার মেয়ে সাজেদা আক্তার কে বিয়ের পর থেকে আজ ৬ বছর যাবত অত্যাচার করে আসছে। আমার মেয়ের স্বামী মাদক সেবন করতো আগে জানা ছিল না। মাদক নিয়ে একাধিকার জেল জরিমানাও হয়েছে তার। গত কয়েকদিন যাবত আমার মেয়ের উপর অত্যাচার করতো শুধু মাদকের টাকা নিয়ে। মাদকের টাকা না দেওয়ায় রোববার রাত ৩টার সময় আমার মেয়েকে পিটিয়ে হত্যা করে।

এদিকে, আজ সকাল ৫টার দিকে গাজীপুরের চাপুলিয়া এলাকায় অজ্ঞাতনামা এক যুবক কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে সদর থানা পুলিশ লাশ উদ্ধার করে গাজীপুর তাজউদ্দিন মেডিকেল হাসপাতালে পাঠায়।

Exit mobile version