Site icon Jamuna Television

গাজীপুরে ছুরিকাঘাতে অটোরিকশা চালক খুন

গাজীপুরে এক অটোরিকশা চালককে ছুরিকাঘাতে খুন করে অটোরিকশা নিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা।

রোববার সকালে গাজীপুর সিটি কর্পোরেশনের চাপুলিয়া এলাকা থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত অটোরিকশা চালকের নাম জাফর হোসেন (৩৫)। তিনি সিটি কর্পোরেশনের হাড়িনাল উত্তরপাড়া গ্রামের লেহাজ উদ্দিন মুন্সির ছেলে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার এস আই মোসাব্বির হোসেন ও স্থানীয়রা জানান, ভোরে চাপুলিয়া টেকপাড়া এলাকার একটি রাস্তার পাশে লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে সকাল সাড়ে ছয়টার দিকে লাশ উদ্ধার করে গাজীপুরে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। খবর পেয়ে নিহতের স্বজনরা লাশ শনাক্ত করেন। ধারালো অস্ত্রের আঘাতের নিহতের পায়ে ও হাতে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

নিহতের স্বজনরা জানায়, গতরাতে জাফর হোসেন অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন। অটোরিকশাটি পাওয়া যায়নি।

Exit mobile version