Site icon Jamuna Television

রাজীবের ভাইদের এক মাসের মধ্যে ১০ লাখ টাকা দেয়ার নির্দেশ

রাজধানীর কারওয়ান বাজারে দুই বাসের রেষারেষিতে হাত হারানোর পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হওয়া তিতুমীর কলেজের শিক্ষার্থী রাজীব হোসেনের দুই ভাইকে এক মাসের মধ্যে ১০ লাখ টাকা দিতে স্বজন পরিবহনকে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। রোববার (১৩ অক্টোবর) সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ এ নির্দেশ দেন।

হাইকোর্টের রায় স্থগিত চেয়ে স্বজন পরিবহনের করা এক আবেদনের শুনানি নিয়ে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ আজ রোববার এই আদেশ দেন। একই সঙ্গে ১৭ নভেম্বর পরবর্তী শুনানির তারিখ রেখেছেন আদালত।

এর আগে গত ২০ জুন রাজিবের পরিবারকে দুই মাসের মধ্যে বিআরটিসি ও স্বজন পরিবহনকে ২৫ লাখ টাকা করে ৫০ লাখ টাকা দেয়ার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। এ রায়ের বিরুদ্ধে স্বজন পরিববহন আপিল করলে আজ এ আদেশ দেন সর্বোচ্চ আদালত।

গত বছরের ৩ এপ্রিল রাজধানীর কারওয়ান বাজারে স্বজন পরিবহন ও বিআরটিসি বাসের রেষারেষিতে এক হাত হারান রাজিব। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। রাজিবের মৃত্যুর ঘটনায় এক কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে মামলা করা হয়।

Exit mobile version