Site icon Jamuna Television

বাগেরহাটে গুলি করে টাকা ছিনতাইয়ের চেষ্টা, গুলিবিদ্ধ ২

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটে দিনদুপুরে গুলি করে টাকা ছিনতাইয়ের চেষ্টা করেছে দূর্বৃত্তরা।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে খুলনা মোংলা মহাসড়কের শুকদাড়া-শ্যামবাগাত নামক স্থানে এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ আহত দুইজনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন, ফকিরহাট উপজেলার শ্যামবাগাত গ্রামের আফতাব উদ্দিন শেখের ছেলে নেয়ামত শেখ এবং সদর উপজেলার রণজিৎপুর গ্রামের ভগিরত দাসের ছেলে বিদ্যুৎ দাস ওরফে রাঁধা।

বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় মুঠোফোনে জানান, বাগেরহাট সদর উপজেলার চুলকাঠি বাজারের রিয়া স্টোরের দুই কর্মচারী নেয়ামত শেখ (৩৮) ও বিদ্যুৎ দাস ওরফে রাঁধা ১৩ লাখ নিয়ে মোটরসাইকেল যোগে কাটা কাটাখালি সাউথবাংলা ব্যাংকে রওনা হন। কিছুদূর যাওয়ার পর একটি মোটরসাইকেল তাদের অনুসরণ করে। এটা বুঝতে পেরে তারা দ্রুত মোটরসাইকেল চালাতে থাকে। এসময় ছিনতাইকারীরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে একজনের শরীরে ২টি ও অপর জনের শরীরে ১ গুলি লাগে। তবে তারা টাকা নিতে পারেনি।

আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের আটকে পুলিশ কাজ করছে বলে জানান এই কর্মকর্তা।

Exit mobile version