Site icon Jamuna Television

বশেমুরবিপ্রবি’র আন্ত: সম্পর্ক বিভাগের চেয়ারম্যানকে অপসারণের দাবিতে শিক্ষার্থীদের কর্মসূচি

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ:

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান খন্দকার মাহমুদ পারভেজ-এর অপসারণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন ও স্মারকলিপি পেশ করেছে ওই বিভাগের শিক্ষার্থীরা।

আজ রোববার সকাল ৯টায় ওই বিভাগের শিক্ষার্থীরা ক্লাস বাদ দিয়ে ১ঘন্টা ধরে তাদের ডিপার্টমেন্টের সামনে অবস্থান কর্মসূচী পালন করে। পরে তারা রেজিস্ট্রারের কাছে বিভাগীয় চেয়ারম্যানের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে স্মারকলিপি পেশ করে এবং ২০টি দাবী সম্বলিত একটি দাবিপত্র পেশ করে।

উল্লেখ্য, খন্দকার মাহমুদ পারভেজ বিশ্ববিদ্যালয়টির সাবেক উপাচার্য প্রফেসর ড.খোন্দকার নাসিরউদ্দিনের ভাতিজা। অভিযোগ রয়েছে, তিনি সাবেক উপাচার্যের সহায়তায় দুর্নীতির মাধ্যমে শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছিলেন।

Exit mobile version