Site icon Jamuna Television

আবরারের পরিবারের জন্য ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট

নির্মম নির্যাতনের শিকার হয়ে মারা যাওয়া বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদের পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দেয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট করা হয়েছে।

রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় শাহিন বাবু নামের এক আইনজীবী এই রিট করেন।

রিটে আবরার ফাহাদের মর্মান্তিক ঘটনার বিচার বিভাগীয় তদন্তের নির্দেশনা চাওয়া হয়েছে। এবং আবরারের পরিবারের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশনা চাওয়া হয়েছে।

আগামীকাল বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ এই রিট শুনানির জন্য উপস্থাপন করা হবে বলে জানান রিটের পক্ষের আইনজীবী অ্যাডভোকেট এ কে এম ফায়েজ।

Exit mobile version