Site icon Jamuna Television

ইট বেঁধে কন্যা শিশুকে পুকুরে ফেলে হত্যা

পাবনা প্রতিনিধি
নিখোঁজের তিনদিন পর পাবনার সুজানগরে তানিয়া আক্তার (৬) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৩ অক্টোবর) দুপুর দু’টার দিকে উপজেলার নাজিরগঞ্জের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

সুজানগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বদরুদ্দৌজা জানান, গত বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকেল থেকে নিখোঁজ হয় নাজিরগঞ্জের বরখাপুর গ্রামের সেলিম শেখের মেয়ে তানিয়া। এরপর বিভিন্ন স্থানে অনেক খুঁজেও তার সন্ধান পায়নি স্বজনরা।

রোববার দুপুরে বাড়ির পাশে একটি পুকুরে তানিয়ার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা তার বাড়িতে খবর দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

ওসি আরো জানান, নিহতের শরীরে ইট বাঁধা ছিল। এতে ধারণা করা হচ্ছে, কেউ তাকে হত্যার পরে মরদেহ গুম করতে নিহতের শরীরে ইট বেঁধে ওই পুকুরে ফেলে দেয়।

Exit mobile version