Site icon Jamuna Television

পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

হাতিয়া প্রতিনিধি
নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায় রবিবার সন্ধ্যায় একই পরিবারের ২ শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। তাঁদের বাড়ি পৌরসভার ১ নং ওয়ার্ড চরকৈলাশ গ্রামে।

কাউন্সিলর মো: এরফান উদ্দিন জানান, রবিবার সন্ধ্যায় চরকৈলাশ গ্রামের মফিজ উদ্দিনের বাড়ির মো: বাবুল উদ্দিনের ছেলে মো: ফাহিম উদ্দিন (৪) ও তাঁর ভাই রাফুল উদ্দিনের ছেলে মো: আরমান উদ্দিন (৩) বাড়িতে খেলতে ছিল। এক পর্যায়ে তাদের খুঁজে পাওয়া যাচ্ছিলনা।
বহু খোঁজা খুঁজির পর তাঁদেরকে বাড়ির সামনে ডোবায় পানিতে ভাসতে দেখা যায়। তাঁদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তার তাঁদের মৃত ঘোষণা করেন।

নিহতদের পিতা দুই ভাই ভ্যান গাড়ি চালিয়ে জীবন নির্বাহ করে। রবিবার রাতেই তাঁদের
পারিবারিক কবরস্থানে ২ শিশুর লাশ দাফনের প্রস্তুতি চলছে।

এব্যপারে আলাপ কালে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর এ আলম জানান,তিনি ঘটনাটি শুনেছেন।

Exit mobile version