Site icon Jamuna Television

‘বন্দুকযুদ্ধে’ যুবলীগ নেতা নিহত

চট্টগ্রামে র‍্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ ওয়ার্ড যুবলীগ নেতা খুরশীদ আলম নিহত হয়েছেন। রোববার রাত পৌঁনে দশটার দিকে আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের পেছনে এই ঘটনা ঘটে।খুরশীদ আলম ২৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সিনিয়র সহ সভাপতি।

র‍্যাব জানায়, সন্ত্রাসীদের অবস্থানের খবরে ঐ এলাকায় অভিযান চালানো হয়। এসময় র‍্যাবকে লক্ষ্য করে গুলি চালায় সন্ত্রাসীরা। পাল্টা জবাব দেয় র‍্যাবও। এক পর্যায়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হন খুরশীদ। ঘটনাস্থল থেকে ৩টি আগ্নেয়াস্ত্র ও ১২ রাউন্ড গুলি উদ্ধারের দাবি করা হয়েছে। খুরশীদের বিরুদ্ধে ৮টি মামলা রয়েছে। নিহত যুবলীগ নেতা কিশোর গ্যাং নিয়ন্ত্রণ করতো বলেও জানায় র‍্যাব।

Exit mobile version