Site icon Jamuna Television

কুমিরকে বিয়ার খাওয়ানোর জেরে জেলে দুই যুবক

কুমিরছানাকে বিয়ার খাওয়াচ্ছে এক যুবক। সামাজিক যোগাযোগ মাধ্যেমে সেই ভিডিও প্রকাশ হতেই ভাইরাল হয়ে যায়। এতেই বাধে বিপত্তি, শেষে জেলে যেতে হলো এই যুবককে। ঘটনাটি ঘটেছে আমেরিকার ফ্লোরিডায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত আগস্ট মাসে নোয়া অসবোর্নে ফ্লোরিডার পাম সিটি থেকে ওই কুমিরছানাটিকে পাকড়াও করে। তারপর সেটি তুলে দেয় বন্ধু টিমোথির হাতে। আর সেই কুমিরকে জোর করে বিয়ার খাইয়ে তার ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে। এরপর পশুপ্রেমীরা প্রতিবাদ জানালে টিমোথি কেপ ও নোয়া অসবোর্নেকে গ্রেফতার করা হয়। পরে জামিন দেয় আদালত।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, বাঁ হাতে কুমিরছানার ঘাড় শক্ত করে ধরে আছে টিমোথি। আর মাঝে মাঝে ডান হাতের কনুই ও কবজির মাঝের অংশ কুমিরটির মুখে সামনে ধরছে। তাকে ওই জায়গাটা কামড়ানোর জন্য প্রলুব্ধ করছে। এরপর দেখা যায় হাতে থাকা একটি বোতল থেকে এক ঢোক বিয়ার খেল যুবকটি। তারপর ওই বোতলটি থেকে একটু বিয়ার জোর করে ঢেলে দিল কুমিরটির মুখে।

Exit mobile version