Site icon Jamuna Television

ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি পদে লড়বেন সৌরভ গাঙ্গুলী

ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি পদে লড়ছেন সৌরভ গাঙ্গুলী। এছাড়া অমিত শাহের ছেলে জয় শাহ লড়ছেন সেক্রেটারি পদে। আগামীকাল মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন। আগামী ২৩ অক্টোবর হবে নির্বাচন।

বর্তমানে সৌরভ বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছেন। সভাপতি পদে প্রথমে ব্রিজেশ প্যাটেলের নাম ঠিক হলেও পরে জানা যায় বোর্ড প্রেসিডেন্ট পদে মনোনয়ন জমা দিতে চলেছে সৌরভ ৷

এই বাঁহাতি ক্রিকেটার অদ্যাবধি ভারতের সফলতম টেস্ট অধিনায়ক বলে বিবেচিত; তার অধিনায়কত্বে ভারত ৪৯টি টেস্ট ম্যাচের মধ্যে ২১টি ম্যাচে জয়লাভ করে।

ক্রিকেট জীবনে সর্বমোট ৩১১টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এবং ১১,৩৬৩ রান সংগ্রহ করেছেন। পাশাপাশি তিনি ১১৩টি টেস্ট খেলেছেন ও ৭,২১২ রান সংগ্রহ করেছেন।

Exit mobile version