Site icon Jamuna Television

সাহস থাকলে ৩৭০ ধারা বিলোপের সিদ্ধান্ত পাল্টে দিন: বিরোধীদের ‍উদ্দেশ্যে মোদি

কাশ্মিরের স্বায়ত্বশাসন নিয়ে সংবিধানের ৩৭০ ধারা বিলুপ্ত করা নিয়ে সরকারের পদক্ষেপের বিরোধীদের কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

“যদি সাহস থাকে”, তাহলে তাকে পাল্টে দেওয়ার চ্যালেঞ্জ দিলেন তিনি। রোববার দেশটির মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনের জনসভায় বিরোধীদের উদ্দেশ্য করে মোদি বলেন, “আপনারা কী মনে করেন, এটা ফিরিয়ে আনতে কারও উৎসাহ আছে?

অন্যদিকে, এই চ্যালেঞ্জ সরাসরি রাহুল গান্ধিকে করা হয়েছে বলে মনে করে ঐ-দিনই আরেকটি জনসভায় বলেন রাহুল গান্ধি।

রোববার জলগাঁও এ বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে মোদি বলেন, “যদি আপনাদের সাহস থাকে, তাহলে একটা পরিষ্কার অবস্থান নিন, এবং এগিয়ে চলুন”। তাঁর কথায়, “আমি বিরোধীদের চ্যালেঞ্জ করছি। যদি আপনাদের উৎসাহ থাকে জম্মু ও কাশ্মীর এবং লাদাখ, আমাদের তুলে দেওয়া, ৩৭০ এবং ৩৫এ ধারা ফিরিয়ে আনবেন, তাহলে তা আপনাদের ইস্তেহার উল্লেখ করুন”।

জম্মু ও কাশ্মীর থেকে বিশেষ রাজ্যের মর্যাদা প্রত্যাহার করার পাশাপাশি রাজ্যটিকে ভেঙে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করেছে বিজেপি। পরেরমাসেই সেখানে বিধানসভা নির্বাচন।

Exit mobile version