Site icon Jamuna Television

আধিপত্য বিস্তার নিয়ে নড়াইলের লোহাগড়ায় দু’পক্ষের মধ্যে সংঘর্ষ

আধিপত্য বিস্তার নিয়ে নড়াইলের লোহাগড়ায় দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত ১৩ জন।

রোববার রাতে শুলটিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, আধিপত্য বিস্তার নিয়ে নাসির, দেলোয়ার, আহাদ ও মুসার সমর্থকদের সাথে সাহেব আলী পক্ষের বিরোধ চলছিলো। রাতে সাহেব আলীর পক্ষের লোকজনের ওপর হামলা চালায় প্রতিপক্ষরা। আহত হন ১৩ জন। তাদের ভর্তি করা হয় লোহাগড়া হাসপাতালে। কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় পাঠানো হয়েছে নড়াইল সদর ও খুলনা হাসপাতালে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।

Exit mobile version