Site icon Jamuna Television

চলছে উপজেলা পরিষদ নির্বাচনের শেষ ধাপের ভোটগ্রহণ

উপজেলা পরিষদ নির্বাচনের শেষ ধাপে দেশের ৮টি জায়গায় চলছে ভোটগ্রহণ।

আজ সোমবার সকাল ৯টা থেকে শুরু হয় ভোটগ্রহণ। চলবে বিকেল ৫টা পর্যন্ত।

সকাল থেকে পছন্দের প্রার্থীকে ভোট দিতে কেন্দ্রে কেন্দ্রে আসেন ভোটাররা। শান্তিপূর্ণ পরিবেশে লাইনে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করছেন তারা।

নোয়াখালীর কবিরহাট, শেরপুরের সদর, নেত্রকোণার আটপাড়া, চাঁপাইনবাবগঞ্জের সদর, বরিশালের মেহেন্দীগঞ্জ, ঝিনাইদহের কোটচাঁদপুর ও মহেশপুর, নোয়াখালীর কবিরহাট ও চট্টগ্রামের সাতকানিয়ায় অনুষ্ঠিত হচ্ছে ভোট।

এরমধ্যে শেরপুর সদর, ঝিনাইদহের কোটচাঁদপুর ও চট্টগ্রামের সাতকানিয়ার ভোট হচ্ছে ইভিএমে।

পাশাপাশি দুটি পৌরসভা ও শতাধিক ইউনিয়ন পরিষদেও বিভিন্ন পদে ভোট হচ্ছে। নির্বাচনকে ঘিরে কেন্দ্রে কেন্দ্রে নেয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।

Exit mobile version