Site icon Jamuna Television

তুর্কি অভিযানের মুখে উত্তর সিরিয়া থেকে সৈন্য সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

সিরিয়ার উত্তরাঞ্চলে কুর্দি অধ্যুষিত এলাকায় তুর্কি সেনাবাহিনীর হামলা শুরু হবার পর সেখান থেকে নিজেদের সৈন্য সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। ইতিমধ্যেই সেখান থেকে এক হাজার মার্কিন সৈন্য সড়িয়ে নেয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার-এর বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিবিএস নিউজ।

মার্ক এসপার জানান, সিরিয়ার উত্তরাঞ্চলে তুরস্কের সেনা অভিযানের পরিপ্রেক্ষিতে দ্রুত ও নিরাপদ উপায়ে মার্কিন সেনাদের সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

তিনি বলেন, সিরিয়ায় আমরা দুটি পক্ষের সংঘর্ষের মধ্যে আটকা পড়েছি। এ অবস্থায় সেখানে সেনা মোতায়েন করে রাখা দায়িত্বজ্ঞানহীনতার কাজ হবে।

সিরিয়ার উত্তরাঞ্চল থেকে কুর্দি গেরিলাদের উৎখাত করার লক্ষ্যে গত ৯ অক্টোবর থেকে ওই অঞ্চলে ব্যাপক সেনা অভিযান শুরু করেছে তুরস্ক।

আমেরিকার সবুজ সংকেত নিয়ে ওই অভিযান শুরু করেছে রিসেপ তাইয়েপ এরদোগান সরকার। এতদিন আমেরিকার সমর্থন পেয়ে আসা কুর্দি গেরিলারা আমেরিকার এ পদক্ষেপকে ‘পেছন থেকে ছুরি মারার শামিল’ বলে মন্তব্য করেছে।

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে সশস্ত্র আন্দোলনকারী এসব কুর্দি গেরিলাকে এতদিন আমেরিকা সব রকম পৃষ্ঠপোষকতা দিয়ে আসছিল।

Exit mobile version