Site icon Jamuna Television

সড়ক দুর্ঘটনা কেড়ে নিলো ৪ ভারতীয় খেলোয়াড়ের প্রাণ

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ভারতীয় হকি দলের চার খেলোয়াড়ের। এতে গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। সোমবার মধ্যপ্রদেশের হোসাঙ্গাবাদ এলাকায় ৬৯ নম্বর জাতীয় সড়কে এ দুর্ঘটনা ঘটে।

সংবাদ সংস্থা এএনআইয়ের রিপোর্টে বলা হয়, ধ্যানচাঁদ ট্রফিতে অংশগ্রহণের জন্য মারুতি সুজুকি সুইফটে করে ইতারসি থেকে হোসাঙ্গাবাদ যাচ্ছিলেন সাত হকি খেলোয়াড়। যাত্রার শেষ দিকে এসে তাদের নিয়ে মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটি।

গন্তব্যে পৌঁছানোর আগে রাইসালপুর গ্রামের মাঝ রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা খায় গাড়িটি। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। গুরুতর আহত হন তিনজন। তাদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। যাদের একজনের অবস্থা আশঙ্কাজনক।

নিহত চার হকি খেলোয়াড়ের পরিচয় জানিয়েছে স্থানীয় পুলিশ। তারা হলেন- ইন্দোরের শাহনওয়াজ খান, ইতারসির আদার হার্দুয়া, জব্বলপুরের আশিষ লাল এবং গোয়ালিয়রের অনিকেত। প্রত্যেকেই ভোপালে মধ্যপ্রদেশ স্পোর্টস একাডেমিতে প্রশিক্ষণরত ছিলেন।

Exit mobile version