Site icon Jamuna Television

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ৮ম শ্রেণির ছাত্রীকে ছুরিকাঘাত

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় শরীয়তপুরে ৮ম শ্রেণির এক স্কুল ছাত্রীকে ছুরি দিয়ে কুপিয়ে জখম করেছে একই বিদ্যালয়ের ১০ম শ্রেণির এক বখাটে ছাত্র।

সোমবার দুপুরে জেলা শহরের দাসার্তা এলাকায় এ ঘটনা ঘটে। আহত ছাত্রীকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বখাটে রিফাতকে আটক করতে মাঠে নেমেছে পুলিশ।

পুলিশ ও মেয়েটির পরিবার জানায়, শরীয়তপুর জেলা শহরের পালং উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী সুরভী। একই বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র রিফাত বেশ কিছুদিন ধরে সুরভীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলো। রাজী না হওয়ায় রিফাত জোর পূর্বক মেয়েটির সাথে মোবাইলে ছবি ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দেয় রিফাত। বিষয়টি জানার পর বাধ্য হয়ে সুরভীর প্রাইভেট পড়া বন্ধ করে দেয় তার পরিবার। পূজার ছুটি শেষে সোমবার ক্লাসে আসে সুরভী। দুপুর ১ টার দিকে স্কুল থেকে বাড়ি ফেরার সময় দাসার্তা এলাকায় রাস্তার উপর সুরভীকে পেছন দিক থেকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় রিফাত।

এ ঘটনায় পালং মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে। রিফাতকে আটক করতে মাঠে নেমেছে পুলিশ।

Exit mobile version