Site icon Jamuna Television

বিবিসির বর্ষসেরা ক্রীড়াব্যক্তিত্ব মো ফারাহ

বিবিসির বর্ষসেরা ক্রীড়াব্যক্তিত্ব নির্বাচিত হয়েছেন অ্যাথলেট মো ফারাহ। ১০ হাজার মিটার দৌড়ে বিশ্ব চ্যাম্পিয়ন এই অ্যাথলেট। চলতি বছরের আগস্টে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে এই ইভেন্টে ৩য়বারের মতো স্বর্ণ জেতেন ফারাহ। আর ৫ হাজার মিটারে জেতেন রৌপ্য। ২০১১ সালেও পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় নাম থাকলেও সেবার তা জিততে পারেননি তিনি। এবার মো ফারাহ মোট ভোট পান ৮৩ হাজার ৫২৪টি। ২ হাজার ৯৫৭টি ভোট কম পেয়ে পরের অবস্থানে ছিলেন তিনবারের ওয়ার্ল্ড সুপারবাইক চ্যাম্পিয়ন জোনাথন রিয়া। তরুণ ক্রীড়া ব্যক্তিত্বের পুরস্কার পেয়েছেন ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার ফিল ফোডেন।

Exit mobile version