Site icon Jamuna Television

বুয়েটে গ্রাফিতিতে নীরব প্রতিবাদ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে হত্যার ঘটনায় দেয়ালে দেয়ালে গ্রাফিতির মাধ্যমে নীরব প্রতিবাদ জানিয়েছেন আন্দোলনকারীরা। রোববার বিশ্ববিদ্যালয়ের ২৩টি স্থানের দেয়ালে প্রতিবাদী গ্রাফিতি দেখা গেছে।

বুয়েটের প্রধান গেট থেকে পলাশী পর্যন্ত হলসংলগ্ন দেয়ালের এক পিলার থেকে আরেক পিলার পর্যন্ত আঁকা হয়েছে বিভিন্ন ছবি।

কোথাও কোথাও রক্তাক্ত আবরারের ছবি এঁকে নির্যাতন বন্ধের দাবি জানানো হয়েছে।

কোথাও প্রতীকী ছবিতে নির্যাতনের ভয়ংকর ছবিও আঁকা হয়। কচ্ছপের একটি ছবি এঁকে তাতে ‘বিচার’ শব্দ বসিয়ে দেয়া হয়েছে। আবরারের বাবার ছবি এঁকে লেখা হয়েছে- ‘পারবেন আমার ছেলেকে ফিরিয়ে দিতে’।

এছাড়া বুয়েটে প্রবেশপথের দুটি দেয়ালেও আঁকা হয়েছে বিভিন্ন ছবি। বুয়েটের গেটে আবরারের ছবি দিয়ে প্ল্যাকার্ড টানানো হয়।

আরেকটিতে ‘সরি মা’ লিখে আবরারের মায়ের প্রতিচ্ছবি দেয়া হয়েছে।

বুয়েটের ভেতরে আগের দিনের মতো রয়েছে আবরার হত্যার বর্ণনা সংবলিত ছবি।

Exit mobile version