Site icon Jamuna Television

সাকিব আল হাসান ইজ দ্য চ্যাম্পিয়ন

সাকিব আল হাসান ইজ দ্য চ্যাম্পিয়ন ক্রিকেটার। বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব সত্যিই বড় ভাগ্যবান। ফ্রাঞ্চাইজি ক্রিকেটে তিনি যে দলেই খেলেন সে দলের ভাগ্য বদল হয়ে যায়। সেই দলটি চ্যাম্পিয়ন হয়ে ট্রফি নিয়ে ঘরে ফেরে।

২০১২ সালে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছিলেন সাকিব। সেই আসরে গৌতম গম্ভীরের নেতৃত্বাধীন শাহরুখ খানের দলটি মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংসকে ৫ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

২০১৩ সালে বিপিএলের দ্বিতীয় আসরে মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে ঢাকা গ্ল্যাডিয়েটরসের হয়ে খেলেন সাকিব। সেই আসরে মাহমুদউল্লাহর নেতৃত্বাধীন চিটাগং কিংসকে ৪৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ঢাকা।

২০১৪ সালের আইপিএলে গৌতম গম্ভীরের নেতৃত্বাধীন কলকাতা নাইট রাইডার্সে খেলেন সাকিব। সে আসরের ফাইনালে জর্জ বেইলের নেতৃত্বাধীন কিংস ইলেভেন পাঞ্জাবকে ৩ উইকেটে হারিয়ে দ্বিতীয়বার শিরোপা জিতে নেয় কলকাতা।

২০১৬ সালে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) জ্যামাইকা তালাওয়াসের হয়ে খেলেন সাকিব। সেই আসরের ফাইনালে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে শিরোপা জিতে নেয় জ্যামাইকা।

২০১৬ সালের বিপিএলে ঢাকা ডায়নামাইটসের নেতৃত্ব দেন সাকিব আল হাসান। তার অধিনায়কত্বে সেই আসরে ড্যারেন স্যামির নেতৃত্বাধীন রাজশাহী কিংসকে ৫৬ রানে হারিয়ে শিরোপা জিতে নেয় ঢাকা।

সবশেষ গত রোববার রাতে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ফাইনালে গায়ানা আমাজন ওয়ারিয়র্সকে ২৭ রানে হারিয়ে দ্বিতীয়বার শিরোপা জিতে নেয় সাকিব আল হাসানদের বার্বাডোজ ট্রাইডেন্টস।

Exit mobile version