Site icon Jamuna Television

বেঙ্গল উচ্চাঙ্গ সংগীত উৎসবের রেজিস্ট্রেশন শুরু

অনিশ্চয়তা কাটিয়ে ২০১৭ সালের বেঙ্গল উচ্চাঙ্গ সংগীত উৎসবের রেজিস্ট্রেশন শুরু হয়েছে। আগামী ২৬-৩০ ডিসেম্বর ষষ্ঠ বারের মতো এই আয়োজন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ভেন্যু জটিলতার কারণে এবারের ‘বেঙ্গল ক্লাসিক ফেস্ট’ নিয়ে অনিশ্চয়তা থাকলেও শেষ মুহূর্তে এসে ধানমন্ডির আবাহনী মাঠে এবারের ‘ক্লাসিক ফেস্ট’ হতে যাচ্ছে। সকল আয়োজন সম্পন্ন করে এনেছেন আয়োজকরা। প্রতিবারের মতো এবারও ভারতের বিশিষ্ট উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পীরা এতে অংশ নিচ্ছেন।

এবারও আয়োজনটি সকলের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। তবে এজন্য বেঙ্গলের ওয়েবসাইটে গিয়ে (www.bengalclassicalmusicfest.com ) রেজিস্ট্রেশন করতে হবে। আয়োজকদের তরফ থেকে জানানো হয়েছে, রেজিস্ট্রেশনের সময় সীমিত। পরবর্তীতে আর কোনো ধরনের রেজিস্ট্রেশনের সুযোগ থাকবে না। প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে শুরু হয়ে ভোর পযর্ন্ত চলবে এই ফেস্ট। তবে নিরাপত্তার স্বার্থে রাত ১২টার পর কোনো দর্শনাথীকে অনুষ্ঠানস্থলে প্রবেশ করতে দেয়া হবে না।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version