Site icon Jamuna Television

আওয়ামী লীগের কাউন্সিল নিয়ে দুগ্রুপের সংঘর্ষে কর্মী নিহত

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের কাউন্সিলে দুই গ্রুপের সংঘর্ষে রেজাউল করিম (৩৫) নামে এক কর্মী নিহত হয়েছে।

সোমবার (১৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে দেবগ্রাম কাউলজানি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রেজাউল করিম দেবগ্রাম ইউনিয়নের মোবরক মোল্লার ছেলে।

দেবগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাফিজুল ইসলাম জানান, সোমবার দেবগ্রাম ইউপির ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের কাউন্সিলকে কেন্দ্র করে বর্তমান চেয়ারম্যান হাফিজুল ও সাবেক চেয়ারম্যান আতর আলী সরদারের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে হাফিজুল গ্রুপের কর্মী রেজাউল কে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাবে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার্ড করে। ফরিদপুর নেবার পথে তার মৃত্যু হয়।

Exit mobile version